ঢাকা,  বুধবার
২৫ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বিদেশি বস্তায় নিম্নমানের চাল বিক্রি, জরিমানা গুনলো রাইস মিল মালিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৪

বিদেশি বস্তায় নিম্নমানের চাল বিক্রি, জরিমানা গুনলো রাইস মিল মালিক

ছবি: মেসেঞ্জার

নিম্নমানের চাল বিদেশি ব্রান্ডের বস্তায় ভরে বিক্রিসহ অপরিচ্ছন্ন পরিবেশে চাল প্রক্রিয়াকরণের দায়ে দুই রাইস মিলকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়সহ নিরাপদ খাদ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, চাক্তাই এলাকার মকবুল সদাগর রোডের ইসহাক অটো রাইস মিলে অপরিচ্ছন্ন পরিবেশে ধান থেকে চাল প্রক্রিয়াকরণ করতে দেখা গেছে। এতেই থেমে নেই এ প্রতিষ্ঠান। নিজেদের উৎপাদিত চাল বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির বস্তায় বস্তাজাতকরণ করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া বস্তার গায়ে চালের মূল্য ও মেয়াদ না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করেছি।

অন্যদিকে হাজী সোবহান সওদাগর রোডের বান্দরবন অটো রাইস মিল এন্ড এজেন্সিতে  নিম্নমানের কোম্পানির চাল বিভিন্ন বিদেশি ব্রান্ডের বস্তায় প্যাকেটজাত করছিল। এছাড়া যথাযথভাবে কেনা-বেচার ভাউচার সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিতে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য সতর্ক করা হয় বলেও জানান তিনি।

বাজার কমিটির সদস্যদের ও অন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করা হয়। ভোক্তা অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

মেসেঞ্জার/ সাখাওয়াত/ এসকে