ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বরিশালে পালিত হচ্ছে বড়দিন উৎসব

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৩:২৩, ২৫ ডিসেম্বর ২০২৪

বরিশালে পালিত হচ্ছে বড়দিন উৎসব

ছবি : মেসেঞ্জার

নানা আয়োজনে বরিশালে পালিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় এ উপলক্ষে নগরীর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

খ্রিস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে বড় দিনের উদযাপন শুরু করছেন। সকাল থেকে বিভিন্ন চার্চে ভক্তরা ভীড় জমান। খ্রিষ্টান সম্প্রদায়ের নানা বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন। এছাড়া বাণী পাঠ, সাম-সঙ্গীতের আয়োজন করা হয়।

বড়দিন উপলক্ষে বরিশাল নগরীর সকল গির্জায় এ উপলক্ষে সাজসজ্জা করা হয়েছে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দনভাবে।

যুদ্ধ নয় শান্তি এবং অর্থনৈতিক মুক্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা জানিয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়। যাতে আগামীতে আরো সুন্দরভাবে এবং পরিবারের সবার সাথে এই বড়দিন তারা উৎযাপন করতে পারেন।

এবছর বরিশাল নগরীর ১৪টি খৃস্টান কলোনীর ৫ হাজারের বেশি খৃস্টভক্ত ৬টি চার্চে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি পালন করছেন। আইন শৃঙ্খলা রক্ষায় নানা ধরনের ব্যবস্থা গ্রহন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মেসেঞ্জার/পান্থ/তারেক