ছবি : মেসেঞ্জার
নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ও শুভবড়দিনের আয়োজন চলছে। বুধবার (২৫ ডিসেম্বর) প্রথম প্রহরে সাতক্ষীরার সুলতানপুর বাটকেখালী গীর্জাতে পবিত্র বাইবেল থেকে বাণী শুনিয়ে, কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গো’শালায় আত্মার শুদ্ধতম শ্রদ্ধা জ্ঞাপন করে প্রথম পর্ব সম্পন্ন করা হয়। প্রভু যীশুর ভক্ত অনুসারীদের মাঝে বিতরণ করা হয় কেক। ভোর সকাল থেকে খ্রীস্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাগিতে আপ্যায়ন ও অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে।
খ্রীস্টপল্লীগুলোতে জ্বালানো হয়েছে রঙিন বাতি। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। প্রথম প্রহরেই বিশেষ প্রার্থণায় মিলিত হন খ্রীস্ট নারী পুরুষ শিশুসহ নানা বয়সীরা। প্রার্থণা পর্ব পরিচালনা করেন ফাদার আন্তোনিও জের্মানো, সংযুক্ত প্রার্থণা পর্ব পরিচালনা করেন ফাদার নরেন জোসেফ বৈদ্য।
স্বাগত বক্তব্য রাখেন, বড়দিন ও নববর্ষ উদযাপন কমিটির সভাপতি হেনরী সরদার, পবিত্র বাইবেল থেকে পাঠ করে শোনান জন গুরুপদ হালদার, মার্থা রায়, দীপিকা গাইন, প্রতিমা সরকারসহ অন্যান্যরা।
ধর্মীয় ব্যাক্তিত্বগণ গীর্জায় সবার সাথে মিলিত হন এবং সৌজন্য সাক্ষাত করে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন, এসময় উপস্থিত ছিলেন, ঋশিল্পী অনলুসের প্রতিষ্ঠাতা পরিচালক এনজো ফালকনে, ঋশিল্পী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লাউরা গ্রাজিয়েল্লা মেলানো, সাতক্ষীরা জেলার বড়দিন ও নববর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পল বৈরাগী। বড়দিন উপলক্ষ্যে সাতক্ষীরার তালা, আশাশুনি, সদর উপজেলার বিভিন্ন গীর্জায় অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় উৎসব পর্ব।
মেসেঞ্জার/আসাদ্দুজামান/তারেক