ছবি: মেসেঞ্জার
নাটোরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জেলার ৪টি বড় এবং ৯টি ছোট গীর্জায় প্রার্থনা, কেককাটা, ধর্মীয় সঙ্গীত ও আলোচনা সভার মাধ্যমে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সবচেয়ে বড় গীর্জায় আয়োজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল-পুরোহিত ফাদার দিলিপ এস কস্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি মাছুদুর রহমান, এডিএম আরিফুল ইসলাম, বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব রফিক সরদার, যুগ্ম আহ্বায়ক খলিল গাজী, আব্দুস সালাম মোল্লা প্রমূখ।
মেসেঞ্জার/আরিফুল/তুষার