ঢাকা,  বৃহস্পতিবার
২৬ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

পটিয়ায় আগুনে পুড়লো ৭ বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৯:১৩, ২৫ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় আগুনে পুড়লো ৭ বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতি

ছবি: মেসেঞ্জার

চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনায়  ৭ বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয় -ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ২৪ ডিসেম্বর বিকাল পাঁচটায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড থানামহিরা দাঁইয়া পাড়া গ্রামে বদি মেম্বার এর পুরাতন বাড়ীতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে নুরুল হক, নুরুল আমিন, জাহেদুল হক,মাফুলা খাতুন, আজগর আলী,জানে আলম,জাহানারা বেগমের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিকেলে একজনের রান্না ঘরের বসত ঘর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথে বিদ্যুৎগতিতে তা চারদিকে  ছড়িয়ে পড়ে। পরবর্তী পর্যায়ে এলাকার লোকজন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগুন লেভাতে সক্ষম হলেও ততক্ষণে সাত জনের বসতঘর সম্পূন পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল অগ্নিকান্ড স্থলে পৌছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে  বলে জানিয়েছেন কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ  ইমরান হোসাইন।বর্তমানে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে বলে স্থানীয়রা জানান।

মেসেঞ্জার/রানা/তুষার