ছবি : মেসেঞ্জার
মোটরসাইকেলে এভাবেই পত্রিকার স্টিকার লাগিয়ে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ান তিনি। পরিচয় দেন ক্রাইম রিপোর্টার। কখনও টিভির, কখনও পত্রিকার। চুয়াডাঙ্গা থেকে এক সময় প্রকাশিত দৈনিক নতুন খবরের স্টাফ রিপোর্টার। দৈনিক নতুন খবরের সম্পাদক ছিল আওয়ামী লীগের নেতা সাদিকুর রহমান বকুল। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামে।
এই পত্রিকা এখন আর প্রকাশিত হয় না। পত্রিকা নেই, তবে স্টিকার আছে। সেই স্টিকার লাগিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেন দর্শনা যুবক জাকিরুল। এর আড়ালে করেন র্স্বণ চোরাচালান।
বুধবার (২৫ ডিসেম্বর) ১৪টি স্বর্ণের বারসহ বিজিবির হাতে তার ছোটভাই ও এক সহযোগীসহ ধরা পড়েছে জাকিরুল। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করে। বুধবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে স্বর্নের বারসহ তাদেরকে আটক করা হয়েছে।
আটক তিন স্বর্ন পাচারকারি হলো- চুয়াডাঙ্গার দশর্না পৌর এলাকার শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে মো. জাকিরুল ইসলাম (২৮), তার ছোট ভাই মো. রাজিবুল ইসলাম (২৫) এবং মুজিবুর রহমানের ছেলে মো. সোলাইমান হোসেন (২২)। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারেন বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের পরিকল্পনায় এবং নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৪ টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করতে দেখলে বিজিবি তাদেরকে গতিরোধ করে। পরবর্তীতে উক্ত ব্যাক্তিরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে এবং ৩ জনকেই আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে এক পর্যায়ে তাদের শরীরে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ব্যাপারে বিজিবির নায়ক মো. জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করার পর আটককৃত আসামীদেরকে থানায় হস্তান্তর করেছে।
জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেসেঞ্জার/লিটন/তারেক