ছবি : মেসেঞ্জার
নিজ উদ্যোগে নিজের গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিলেন রেজাউল করিম হৃদয় নামের পঞ্চগড়ের ঢাকাস্থ এক চিকিৎসক। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত টানা তিনদিন হাজারের বেশি দরিদ্র মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে রক্ত পরিক্ষা, ডায়াবেটিস টেস্ট ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিলেন এই চিকিৎসক। গ্রামের ছেলে এমবিবিএস চিকিৎসক হওয়ার পর ঢাকা থেকে এসে গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়ায় এলাকাবাসীর মুখে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তরুণ এই চিকিৎসক।
বিনামূল্যে চিকিৎসা নিতে পেরে খুশি বৃদ্ধা আলেমা খাতুন। তিনি জানান, আমি এর আগেও হৃদয় ডাক্তারের চিকিৎসা নিয়েছি। উনার চিকিৎসা নেওয়ার পর অনেক ভালো আছি। হঠাৎ খবর পেলাম আজকে তিনি স্কুল মাঠে আবারো বিনা পয়সায় রোগী দেখছেন ও ওষুধ দিচ্ছেন তাই আমি এসেছি। অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাকে ভালো করুক। এমন দোয়া করছেন চিকিৎসা নেয়া মানুষগুলো।
জানা যায়, পঞ্চগড় জেলার সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম ঝলই। এ গ্রামের কৃষি উদ্যোক্তা নুর মোহাম্মদের ছেলে রেজাউল করিম হৃদয়। ২০২০ সালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করে রেজিস্টার্ড চিকিৎসক হন। বর্তমানে সিনিয়র রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন ঢাকার সাফওয়ান জেনারেল হাসপাতালে। চাকরির পাশাপাশি নিচ্ছেন উচ্চতর ডিগ্রির প্রস্তুতিও।
গ্রামে মাটিতে বেড়ে উঠে স্বপ্ন দেখেছিলেন বড় ডাক্তার হলে নিজের গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় টানা চতুর্থবারের মতো টানা তিনদিন ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে হাজারের বেশি মানুষকে দিলেন চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষুধপত্র। রক্ত ও ডায়াবেটিস পরীক্ষাসহ একেক রোগী পেয়েছেন কাংখিত চিকিৎসা সেবা। গ্রামের মানুষদের মুখে প্রশংসা ছড়াচ্ছে এ তরুণ ডাক্তারকে নিয়ে।
চিকিৎসা পেয়ে দরিদ্র মানুষগুলো জানায়, আমরা গ্রামে বাস করি। গরীব মানুষ, দিন এনে দিনে খাই। রোগবিসুখ হলে বাজারে গিয়ে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে খাই। কিন্তু টাকার অভাবে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা নিতে পারে না। সেখানে আমাদের গ্রামে একজন এমবিবিএস ডাক্তার হয়েছে রেজাউল করিম হৃদয়। খুব উপকার হইছে। সে আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত।
স্থানীয় বিষ্ণু কুমার রায় জানান, হৃদয় আমাদের গরিবের ডাক্তার। আমরা গরীব মানুষরা তার কাছে ভালো চিকিৎসা সেবা পাই। আমরা দোয়া করি সে আরো বড় জায়গায় যাক। এমন অনেক তরুণ দেখেছি ভালো কিছু করলেও নিজগ্রাম বা মানুষের খোঁজ খবর রাখে না। অথচ হৃদয় তার লেখাপড়া শেষ না করতেই সে তার নিজের টাকা দিয়ে আমাদের ওষুধ দিচ্ছে। নিজ হাতে রোগী দেখছে। এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। আমাদের গ্রামে এমবিবিএস পাস ডাক্তার পেয়েছি।
আয়মা ঝলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুব ইসলাম বলেন, এ গ্রামে অনেক গরিব মানুষ আছে যারা অনেকেই রক্তের গ্রুপ জানেন না। ডায়াবেটিস কি সেটাই জানেন না। গ্রামে একজন এমবিবিএস ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার। সবচেয়ে ভালো লাগছে, রেজাউল করিম হৃদয়ের গ্রামের মানুষদের প্রতি গভীর টান।
সে নিজ উদ্যোগে গ্রামের মানুষদের নিজ হাতে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করছেন এটি একটিও সুন্দর উদ্যোগ। আজকে এমন অনেক মানুষ ডায়াবেটিস রোগ রক্তের গ্রুপ চেক করেছেন, তারা কখনো তাদের রক্তের গ্রুপ বা ডায়াবেটিস আছে কিনা সেটি জানতো না।
ডা.রেজাউল করিম হৃদয় বলেন, আসলে গ্রামেই আমার জন্ম। ছোট বেলা থেকেই তো দেখে আসছি গ্রামীণ জনপদে মানুষগুলো খুব একটা স্বাস্থ্য বিষয়ে সচেতন নয়। তাই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হলে এলাকার মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। ডাক্তারি পড়াকালে গ্রামের বাড়িতে আসলেই বিনামুল্যে চিকিৎসা দেয়ার। সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত টানা তিনদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চেষ্টা করেছি হাজারেরও বেশি মানুষকে চিকিৎসা সেবা দেয়ার।
তরুণ এ চিকিৎসক আরও বলেন, আসলে গ্রামের মানুষরা তেমন স্বাস্থ্য সচেতন নন। তারা অসুস্থ হলে বাজার থেকে ওষুধ কিনে এনে খায়। তারা তাদের রক্তের গ্রুপ জানেন না। অনেকের ডায়াবেটিস আছে কিন্তু কখনো টেস্ট করেনি। অনেক মানুষ অসুস্থ রয়েছে কিন্তু টাকার অভাবে জেলা শহর কিংবা রংপুর দিনাজপুর যেতে পারেন না।
তাই তিনবারের মত আমার গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপনা পত্র, বিনামূল্যে ওষুধ ও বিভিন্ন টেস্ট করিয়েছি। আগামীতেও আমি আমার এমন উদ্যোগ চালিয়ে যাবো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার সহযোগিতায় তারা যদি একটু ভালো থাকে এতেই আমার আনন্দ।
মেসেঞ্জার/দোয়েল/তারেক