ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

নওগাঁয় ভূয়া ডিবি আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ২৬ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ভূয়া ডিবি আটক

ছবি: মেসেঞ্জার

নওগাঁয় অনিক (৩২) নামের এক ভূয়া ডিবিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার সাহাপুর গানাপাড়ার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অনিক সাহাপুর গানাপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডিবি ওসি পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, গত নভেম্বর মাসে অনিক ভূয়া ডিবির ওসি সেজে দোগাছি গ্রামের লাহির উদ্দিন শেখকে মিথ্যা মামলায় ফাসানোর ভয় দেখায়। এরপর মামলা থেকে তার নাম কেটে দেবার নাম করে দফায় দফায় টাকা হাতিয়ে নিত। এরপর বার বার টাকার চাহিদা করতে থাকলে লাহিরের ছেলে মানিক মোল্লা ডিবি পুলিশকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর নওগাঁ পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ারের নির্দেশে এবং ডিবি ওসি আব্দুল মান্নার নেতৃত্বে এসআই সোহেল রানা, এএসআই রুহুল আমিনসহ ডিবির একটি চৌকোস দল গতকাল রাতে সাহাপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত অনিককে তার নিজ বাড়ি থেকে আটক করে।

ডিবি ওসি আব্দুল মান্নান জানান, অভিযোগের প্রেক্ষিতে অনিককে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদে অনিক ডিবি পরিচয়ে টাকা ও মোবাইল নেওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

মেসেঞ্জার/বেলায়েত/তুষার