ছবি: মেসেঞ্জার
‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থান স্মরণে পাবনার চাটমোহরে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চাটমোহর স্পোর্টস একাডেমির আয়োজনে পৌর শহরের খেয়াঘাট এলাকায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল। খেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়।
উদ্বোধন শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ব্যক্তিগতভাবে বই উপহার দেন। এসময় বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুস সালাম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, আব্দুল বারী, চাটমোহর স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তাইজুল, ছাত্র সমন্বয়ক সবুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/পবিত্র/তুষার