ছবি: মেসেঞ্জার
নোয়াখালীর প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মূল্যায়ন পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিন্নাত রেহানা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যাপীঠ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে লেখাপড়ার সুন্দর পরিবেশ ও দক্ষ শিক্ষকমন্ডলী। এখন প্রয়োজন শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা। এজন্য দরকার অভিবাবক ও শিক্ষকদের নিবিড় মেলবন্ধন। তিনি বলেন, পরিপাটি বিদ্যালয়, শিক্ষার্থী ও শিক্ষার পরিবেশ দেখে ভালো লেগেছে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সামিল হতে পেরে আমি আনন্দিত ও অভিভূত। আশা করি, কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা তারেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ আশাবাদ ব্যক্ত করেন।
কুয়াশাঘেরা শীতের সকালে সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকদের অংশগ্রহণে বিদ্যালয়টিতে এক নান্দনিক পরিবেশ সৃষ্টি হয় ও চমৎকার মিলনমেলায় পরিণত হয়।
জিন্নাত রেহানা আরো বলেন, মাননীয় জেলা প্রশাসক মহোদয় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কাজ করছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক মূল্যায়ন ২০২৪ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী। বিদ্যালয়ের সহ-সভাপতি জনাব জিনাত রেহানা বলেন, সংগীত, চারুকলা, নৃত্যসংগীত, বিদ্যালয়ের পাঠ্য তালিকা ও মূল্যায়ন ব্যবস্থা প্রশসংশনীয়। এখানে শিক্ষার্থীদের মনন জগত ও বাঙালি অনুশীলন রয়েছে।
এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা তারেক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করেন।
মেসেঞ্জার/তুষার