ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২০, ২৬ ডিসেম্বর ২০২৪

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন

বৈষম্য নিরসনের দাবিতে মুন্সিগঞ্জের মানববন্ধন কর্মসূচির ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা - টিডিএম।

বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশ ৫দফা কর্মসূচির অংশ হিসেবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা প্রাণিসম্পদ, মৎস্য, পরিসংখ্যান, কৃষি, সমবায় ও ডাক বিভাগসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জ প্রেসক্লাবের মূল ফটকে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিভিন্ন দাবি ও নানা বৈষম্যের কথা তুলে ধরে এতে বক্তব্য রাখেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পরে কর্মসূচি থেকে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপ-সচিব পুলে কোটা পদ্ধতি বহাল রাখাসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ জানানো হয়।

একই সময় উপসচিব পদে মেধার ভিত্তিতে পদোন্নতি, বিদ্যমান কোটার অবসান ও সকল ক্যাডারে সমতাসহ বিভিন্ন দাবি জানান মুন্সিগঞ্জ জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তারা।

পরে শীঘ্রই দাবি আদায় না হলে সারাদেশে একযোগে কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।

মানববন্ধনে অংশ নেয়া কর্মকর্তাদের অভিযোগ, উপ-সচিব পুল কোনো বিশেষ ক্যাডারের পদ নয়। সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসের সকল ক্যাডারের কর্মকর্তাগণকে উপসচিব ও তদুর্ধ্ব পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অপকৌশল ও অজুহাতে এ সকল পদে নিজেদের জন্য কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার।

এর আগে ২০১৮ এর নির্বাচনের পর সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ রহিত করা হয়। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর ২০ ফেব্রুয়ারি এ সকল পদ নিজেদের তফসিলে বসিয়ে নিয়েছে প্রশাসন ক্যাডার।

ফলে এমন কর্মকাণ্ডে বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার পথ বাঁধাগ্রস্ত করবে বলে দাবি করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর উদ্যোগে সারাদেশে চলছে এ মানববন্ধন কর্মসূচি।

মেসেঞ্জার/শুভ/তুষার