ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে দুই নারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২৬ ডিসেম্বর ২০২৪

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে দুই নারী আটক

ছবি : মেসেঞ্জার

ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে  অনুপ্রবেশকালে দুই নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার সরকেরডাঙ্গা গ্রামের বুলু মুন্সির মেয়ে সুমি খানম (২৫) ও সাতক্ষীরা জেলার বড়দল গ্রামের ফিলিপ সরকার মেয়ে পিংকি সরকার (২৪)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে যশোরের  বেনাপোলের শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শিকারপুর বিজিবি সদস্যরা তাদেরকে  আটক করেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশী নারীকে আটক করা হয়েছে।আটককৃত নারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

মেসেঞ্জার/জামাল/তুষার