ঢাকা,  শুক্রবার
২৭ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কিশোরগঞ্জে আগুনে পোড়া ঘরের স্তুপে রহস্যজনক কঙ্কাল

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ২৬ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জে আগুনে পোড়া ঘরের স্তুপে রহস্যজনক কঙ্কাল

ছবি : মেসেঞ্জার

বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত পুরাতন ছাত্রাবাসে আগুন লাগার ঘটনা ঘটে।

তাৎক্ষণিক এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি নিকলী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করলেও আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে একটি কঙ্কাল দেখতে পায় এলাকাবাসী। পরে, খবর দিলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে থাথায় নিয়ে যায়। স্থানীয়রা বলছেন বিষয়টি রহস্যজনক।

এদিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের  ফেরদৌস মিয়া কঙ্কালটি দেখে তার মায়ের বলে দাবি করছেন। তিনি বলেন, তার মা গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তবে, আশপাশের এলাকায় খুঁজলেও থানায় এ ব্যাপারে কোন সাধারণ ডায়রী (জিডি) করেননি তিনি।

এ বিষয়ে নিকলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুস্তম আলী বলেন, "আগুন নেভানোর সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷ স্থানীয় কয়েকশত মানুষ ঘটনাস্থলে ছিলেন। এখানে কারো লাশও পাওয়া যায়নি। সকালে যে কঙ্কালটি পাওয়া গেছে, সেটি আগুনে পোড়া নয়, পোকায় ধরা ছিল। বিভ্রান্তি ছড়ানোর জন্য হয়তো কেউ অন্য কোনো স্থান থেকে এনে এখানে ফেলে রেখেছে।"

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, "উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মায়ের কঙ্কাল দাবি করা ফেরদৌস মিয়া ও কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে, তা আগামীকাল শুক্রবার ঢাকায় পাঠানো হবে। কঙ্কালটি বর্তমানে নিকলী থানায় রয়েছে।"

মেসেঞ্জার/তুষার