ঢাকা,  রোববার
২৯ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চা-কন্যার দেশ শ্রীমঙ্গলে ডিসেম্বরজুড়ে পর্যটকের ভিড়

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৬:২৫, ২৮ ডিসেম্বর ২০২৪

চা-কন্যার দেশ শ্রীমঙ্গলে ডিসেম্বরজুড়ে পর্যটকের ভিড়

ছবি: মেসেঞ্জার

দেশে শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে শীতের আমেজে পরিবার-পরিজন আর বন্ধু বান্ধব নিয়ে প্রকৃতির সাথে মিশে যেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক দর্শনার্থীদের সমাগম হয়েছে পাহাড়, ঝর্ণা, বিল, চা-বাগান, নৃ-তাত্বিক জনগোষ্ঠীর পল্লী আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভুমি ও প্রকৃতির নান্দনিক ও দৃষ্টিনন্দন পর্যটন স্পটে ঘেরা চায়ের দেশ শ্রীমঙ্গলে।

শ্রীমঙ্গলের অন্যতম পর্যটন স্পট চা-বাগান, পাখির অভয়ারণ্য বাইক্কা বিল, ডিনস্টন সিমেট্রি, ভূরভুরিয়া লেকসহ অনেক চা-বাগান লেক, শংকর টিলা, চা গবেষণা কেন্দ্র, দার্জিলিং টিলা, মনিপুরি-খাসিয়া-ত্রিপুরাসহ নৃ-তাত্বিক জনগোষ্ঠীরর পল্লী পর্যটকদের পদচারণায় মুখরিত। এছাড়াও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় পার্ক, মাধবপুর লেকে পর্যটক-দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে।

ডিসেম্বরে স্কুলগুলোতে পরিক্ষা শেষ হয়ে যাওয়ায় এবং বড়দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি থাকায়  ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেস্বর পর্যন্ত শ্রীমঙ্গলের হোটেল, রিসোর্ট, কটেজ, বাংলোগুলো প্রায় ৮০ শতাংশই বুকিং ছিল বলে জানান, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম আহমদ।

কথা হয় দিনাজপুর থেকে আসা সেন্ট ফিলিপস হাই স্কুল এণ্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী তাসনিম ফারিহা'র সাথে। ফারিহা বলেন, আমি এ নিয়ে তিনবার শ্রীমঙ্গল বেড়াতে এসেছি মা-বাবার সাথে। শ্রীমঙ্গলের পরিবেশ, প্রকৃতি, চা-বাগান আমার খুব ভাল লাগে। তাই প্রাণের টানে বার বার ছুটে আসি।

এদিকে শীত বাড়ার সাথে সাথে বিচিত্র হতে শুরু করেছে এখানকার প্রকৃতির রুপ। চা-বাগানের সারি সারি ছায়াগাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধুসর কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলসহ হাওর, জলাশয় আর চা-বাগান লেকগুলো অতিথি পাখির কল-কাকলীতে মুখর হয়ে ওঠেছে। পাখি প্রেমীরা পাখি দেখতে বাইক্কা বিল ভিড় করছেন। আজ সরজমিন বাইক্কা বিল ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বাইক্কা বিলের গেটে মটরসাইকেল, কার, হাইয়েস, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ছিল লক্ষ্যণীয়।

শ্রীমঙ্গলের হাইল-হাওরের বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, পাখির অভয়ারণ্য বাইক্কা বিল অতিথি পাখির কিচির-মিচির, ডুবসাতার আর এদের খুনসুটিতে এক মধুর আবহ সৃষ্টি করেছে। আগত দর্শনার্থীরা এসব দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন।

প্রকৃতির এই রুপের সুধা পান করতে পর্যটকদের ভিড়ও বেড়েছে সবুজ ঘন চা বাগান, হাওর, বিল, জলাশয় আর চা-বাগান লেকসহ শ্রীমঙ্গলের নজরকাঁড়া নান্দনিক সৌন্দর্যময় পর্যটন স্পটগুলোতে। শীতে ভ্রমনের মজাই আলাদা। তাই শীতে ভ্রমনপিপাসুরা শ্রীমঙ্গলে এসে খোলা গাড়িতে হই-হুল্লোরে মেতে উঠেছেন। চলছে সেলফি তোলার ধুম।

পর্যটন সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, ডিসেম্বর মাসে স্কুলগুলোতে পরিক্ষা শেষে ছুটি থাকায় শ্রীমঙ্গলে পর্যটকের ভিড় বেড়েছে। তবে ট্রেনের টিকেট সংকট প্রকট আকার ধারন করেছে। নিয়মিত যাত্রি ছাড়াও পর্যটক বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে প্রচুর টিকেট সংকট দেখা দিয়েছে। চাহিদামতো টিকেট না পাওয়ায় অনেকেই পড়েছেন বিড়ম্বনায়। অনেককেই আসন না পেয়ে আসনবিহীন স্ট্যাণ্ডিং টিকেট নিয়ে ভ্রমন করতে দেখা গেছে। ট্রেনগুলোতেও ভিড় লেগে রয়েছে।

মেসেঞ্জার/তুষার