ঢাকা,  রোববার
২৯ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

চট্টগ্রামে আগুনে ঝলসে দেওয়া গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:২২, ২৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আগুনে ঝলসে দেওয়া গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেফতার

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাজমা আকতার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই গৃহবধূ মারা যান।

এ ঘটনায় নিহত নাজমার স্বামী আবদুল জব্বারকে (২৮) গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে নাজমার সঙ্গে জব্বারের ঝগড়া হত। শুক্রবার নাজমার বাবার বাড়িতেও জব্বারের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে জব্বার বাইরে থেকে নাজমার দিকে অকটেন ছুঁড়ে মারেন। এ সময় চুলার জ্বলন্ত আগুন নাজমার শরীরে এসে লেগে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়।

নাজমাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন দ্য ডেইলি মেসেঞ্জারকে বলেন, নিহত নাজমার ভাই জব্বারকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শনিবার সকালে অভিযান চালিয়ে জব্বারকে গ্রেফতার করা হয়েছে। জব্বার প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে। 

মেসেঞ্জার/টিপু/এসকে/ইএইচএম