ঢাকা,  রোববার
২৯ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

এই দেশে আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না : হাশেমিয়ানদের পুনর্মিলনীতে ধর্ম উপদেষ্টা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

প্রকাশিত: ১৮:৪৪, ২৮ ডিসেম্বর ২০২৪

এই দেশে আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না : হাশেমিয়ানদের পুনর্মিলনীতে ধর্ম উপদেষ্টা

ছবি : মেসেঞ্জার

আমরা এই দেশে আর কোন ফ্যাসিবাদ দেখতে চাই না। আওয়ামী লীগের আমলের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে। কোটি কোটি টাকা লুট করেছে তারা। বিদেশে বাড়ি গাড়ি করেছে। অথচ দেশের কোন আলেমের ব্যাপারে এরকম নজির কেউ দেখাতে পারবে না। আলেমদের মধ্যে মতানৈক্য থাকলেও মৌলিক জায়গায় সবাই ঐক্যবদ্ধ বলে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকান্ডে বিশেষ মহান চক্রান্ত থাকতে পারে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তনদের পুনর্মিলনীতে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আবারো আন্দোলন নামতে হবে৷

ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিটি বিষয়কে আমরা সতর্কতার সাথে মোকাবেলা করছি। আপনাদেরকে আরো সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।

যারা কুরআনের আদর্শ লালন করে তার একদিন রাষ্ট্র গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, প্রথম জানুয়ারি থেকে ভোটার লিস্ট হালনাগাদ হবে। ২৫ এর শেষ অথবা ২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন হবে। রাতের ভোটের দিন শেষ। জনগণের ভোটে আগামীর সরকার নির্বাচিত হবে।

তবে তার আগে কিছু সংস্কার ও সীমানা বিরোধ নিষ্পত্তি করা হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা।
হাশেমিয়ানদের রি-ইউনিয়নের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলমের সঞ্চালনায় রি-ইউনিয়নের সদস্য সচিব আমিনুল ইসলাম হাসান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া প্রাক্তনরাও স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন ঘিরে হাশেমিয়ার প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা ক্যাম্পাস৷

মেসেঞ্জার/রাশেদুল/তুষার