ছবি : মেসেঞ্জার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আদর্শ শিক্ষক ও দ্বীনদার ব্যক্তিত্ব মরহুম আলী আজগার মিয়া মস্টারের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মরহুমের বাড়ি ফুলবাড়ী উপজেলা সদরের পানিমাছকুটি চেয়ারম্যান পাড়ায় পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মহফিলের।
এতে উপস্থিত ছিলেন মরহুমের ছোটভাই মোহাম্মদ আলী, রজব আলী, ভাতিজা হাশেম আলী, মতিয়ার রহমান, ভাগনে আব্দুল্লাহ খন্দকার লাল, ছেলে সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী, সাংবাদিক ইউনুছ আলী আনন্দসহ এলাকাবাসী ও স্বজনরা।
মিলাদ ও দোয়া পরিচলানা করেন ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওলানা আব্দুর রশীদ।
উল্লেখ্য, মরহুম আলী আজগার মিয়া মস্টার তার জীবদ্দশায় প্রাথমিক বিদ্যালয়ের একজন আদর্শ প্রধান শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি এলাকার ইসলাম ধর্ম অনুসারী মুসলমানদের দ্বীনের পথে আসার জন্য অবিরাম মেহনত করে যান। ফুলবাড়ী উপজেলার প্রথম ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি।
মরহুম আলী আজগার মিয়া মস্টার তৎকালীন দিল্লীর নেজামুদ্দিন মার্কাজের তাবলিগ জামাতের পুরনো সাথী ছিলেন। ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমায় শরীক হয়ে তিনি এক সড়ক দুর্ঘটনায় মারা যান। ওই সময় তার জানাযা নামাজ লাখ লাখ মুছল্লীর অংশগ্রহণে টঙ্গীর মাঠে অনুষ্ঠিত হয়।
পরে পরিবারের লোকজন মরহুমের নিজ বাড়ি ফুলবাড়ী উপজেলা সদরের পানিমাছকুটি চেয়ারম্যান পাড়ায় আরেকটি জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে। মরহুম আলী আজগার মিয়া মস্টার স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মেসেঞ্জার/ইউনুছ/তুষার