ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

থানার ভিতরে কৃষককে পিটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ২৮ ডিসেম্বর ২০২৪

থানার ভিতরে কৃষককে পিটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ছবি : মেসেঞ্জার

পুলিশ ফাঁড়ির ভিতরে কৃষককে পেটানোর অভিযোগ উঠেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন যুবদল নেতা রুবেলের বিরুদ্ধে।

অভিযুক্ত রুবেল উদ্দিন রনি বুড়িরচর ইউনিয়ন যুবদলের সভাপতি। অপর অভিযুক্ত সাহেদ কামাল একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধায় উপজেলার বুড়িরচর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। এসময় জসীম উদ্দিন নামে এক কৃষক ও তার ছেলে পল্লী চিকিৎসক রোকাম হোসেন আহত হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে জমির মালিক জসীম উদ্দিনের বর্গা চাষীকে ধান করতে বাধা দিয়ে আসছেন এই দুই নেতা। তারা জমির বর্গা চাষীকে তার ধান কাটতে দিচ্ছেন না। এজন্য তাকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। এ নিয়ে বেশ কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভূক্তভোগি কৃষক জানান, জমির সঙ্গে এই দুই নেতার কোনও সম্পর্ক না থাকলেও তারা জোর করে দলীয় প্রভাব খাটিয়ে জমি ও তার ফসল দখল করে নিতে চাচ্ছে। এ নিয়ে পুলিশের কথা বলে গতকাল সাগরিয়া পুলিশ ফাঁড়ির ভিতরে জসীম উদ্দিন ও তার ছেলে রোকাম হোসেনকে ডেকে নেয়া হয়। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রভাত প্রভাকর এর সামনে তাদেরকে যুবদলের সভাপতি সহ বেশ কয়েক জন বেধড়ক পেটান।

এ বিষয়ে বুড়ির চর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনি বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি থানায় মীমাংসা করতে গিয়ে কথা কাটাকাটি হয়েছে। বুড়ির চর বিশাল বড় ইউনিয়ন। এখানে শান্তি শৃংখলায় কাজ করতে গেলে একটু নিয়ম অনিয়ম হবে এটা স্বাভাবিক। এজন্য আইন নিজের হাতে তুলে নিতে পারেন কিনা এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন নি তিনি।

সাগরিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রভাকর জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদের গেইটের সামনে দুই পক্ষের বাকবিতন্ডা শুরু হয়। শুনেছি রুবেল উদ্দিন রনি তৃতীয় পক্ষ হয়ে জসিমের উপর হামলা করে।

মেসেঞ্জার/রাসেল/তুষার