ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মানিকগঞ্জের প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ২৮ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জের প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাড়ীর সীমানার বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোজাফফর হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত মোজাফফর হোসেন বৈলতলা এলাকার মৃত হেকমত আলীর ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্ৰামের আব্দুর রহমানের সঙ্গে প্রতিবেশী মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে প্রতিবেশী রহমান বাড়ির সীমানার খুঁটি তুলতে গেলে এ সময় মোজাফফর হোসেন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান কাঠের বাটাম ও লোহার রড দিয়ে মোজাফফরকে আঘাত করে। এ ঘটনার গুরুতর আহত হয়ে মোজাফফর হোসেন মারা যায় ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের লোকজন মোজাফফর হোসেনকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে, পরে সে মারা যায়।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মেসেঞ্জার/সামি/তুষার