ঢাকা,  সোমবার
৩০ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধলক্ষ টাকা জরিমানা

সেনবাগ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ২৮ ডিসেম্বর ২০২৪

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধলক্ষ টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে অর্ধলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডুমুরুয়া ইউনিয়ন জিরুয়া গ্রামে পুর্বপাড়ায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় সেনবাগ থানা পুলিশের একটি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

মেসেঞ্জার/জাহাঙ্গীর/তুষার