ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ভেজাল মাংস বিক্রির দায়ে ব্যবসা বন্ধ!

লংগদু প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৯, ২৯ ডিসেম্বর ২০২৪

ভেজাল মাংস বিক্রির দায়ে ব্যবসা বন্ধ!

ছবি : মেসেঞ্জার

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে অসুস্থ গরু জবাই করে মাংসে রং মিশিয়ে বাজারে বিক্রি করার সময় ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছে মাংস বিক্রেতা মনিরুজ্জামান ওরফে মনা।

শনিবার (২৮ ডিসেম্বর) সাপ্তাহিক হাটের দিন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ উপজেলার মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরুর মাংস ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।

ব্যবসায়ী মনিরুজ্জামান মনা মাইনীমূখ ইউনিয়নের বাশার আলীর ছেলে। তিনি নিয়মিত মাইনী বাজারে মাংস বিক্রি করে আসছেন। বাজার কমিটি ও স্থানীয়রা জানায়, এর আগেও সে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে। তাই তার উপযুক্ত ব্যবস্থা নেয়া জরুরি।

সেনিটেশন কর্মকর্তা অনন্ত চাকমা বলেন, ‘এর আগেও ওই মাংস ব্যবসায়ী অসুস্থ গরু জবাই করে মাংস ফ্রিজিং করে নষ্ট মাংস ও বিক্রি করেছে। আমাদের কাছে একটি অঙ্গীকারনামা দেন, এরকম ভুল সে আর কখনো করবে না। কিন্তু তিনি বাজারের দিন সকালে আবারো একই কাজ করেছে। পরে সে নিজের দোষ স্বীকারও করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘অভিযোগ স্বীকার করায় মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে ভবিষ্যতে বাজারে আর মাংস বিক্রি করতে পারবে না বলে বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী কর্মকর্তা এসময় বাজারের বিভিন্ন মুদি ও কাঁচা বাজারেও বিভিন্ন ব্যবসায়ীকে অপরাধের ধরন অনুযায়ী নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

মেসেঞ্জার/সাকিব/তারেক