ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ২৯ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জে গাজী গানের অনুষ্ঠানের মাইকে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শাকিল হোসেন (২২) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। নিহত শাকিল হোসেন সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া আবাসন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম গণি শেখ।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাতিলাপাড়া গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় শাকিল।

ইউপি সদস্য মো. চঞ্চল হোসেন বলেন, পাতিলপাড়া গ্রামের আমজাদ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে গাজীর গানের আয়োজন ছিল। সেখানে গাছের উপরে মাইকের লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/সামি/তারেক