ছবি : মেসেঞ্জার
নীলফামারীর ডিমলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, আর এই শীতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করতে নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ডিমলা উপজেলা দলীয় কার্যালয়ে বিভিন্ন গ্রামের দরিদ্র এবং অস্বচ্ছল পরিবারের মাঝে ওই কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ শেষে আলেমদের মাঝে তিনি আল কুরআনের তাফসীর গ্রন্থ তুলে দেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা আমীর মাওলানা মজিবুর রহমান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান প্রমুখ।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, এই শীতকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ছোট্ট সহায়তা তাদের শীত নিবারণে কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতে জেলার এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ সমাজে একতা এবং মানবিক মূল্যবোধকে সুসংহত করবে।
মেসেঞ্জার/রিপন/তারেক