ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কালাইয়ে দিনব্যাপী বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২৩, ২৯ ডিসেম্বর ২০২৪

কালাইয়ে দিনব্যাপী বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

ছবি : মেসেঞ্জার

''এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার" এ প্রতিপাদ্য নিয়ে কালাইয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

উপজেলা প্রাঙ্গণকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেন কালাই উপজেলা প্রশাসন। দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিনের কালাই শাখার ১২৩ জন সদস্য অংশ নেন।

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আবদুল্লাহ, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, বিডি ক্লিন জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। সুন্দর পরিবেশ আমাদের দেহ-মনকে সবল ও সুস্থ থাকতে সাহায্য করে। প্রত্যেকটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি  শিশু-কিশোরদের মানসিকতা বিকাশেও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ইতিবাচক ভূমিকা পালন করে।

পক্ষান্তরে, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে বাধা সৃষ্টি করে। যার কারণে আমাদের স্বাভাবিক জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মানসিক বিকাশও। আমাদের নিজেদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যেমন নিজেদের ঠিক তেমনি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের নিজেদের। 

অনুষ্ঠান উদ্বোধনের পর জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বাগানে একটি কাঠ বাদামে গাছ রোপণ করেন।

মেসেঞ্জার/রমি/তারেক