ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক মেয়র ও এনটিসির পরিচালক মহসিন মিয়া মধু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২৯ ডিসেম্বর ২০২৪

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক মেয়র ও এনটিসির পরিচালক মহসিন মিয়া মধু

ছবি : মেসেঞ্জার

শীত জেঁকে বসায় চা বাগান ও হাওর পরিবেষ্টিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চা বাগান এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে গত এক সপ্তাহে ২৫ হাজার মানুষের হাতে শীতের কম্বল তুলে দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এনটিসির পরিচালক ও সাবেক মেয়র ও শিল্পপতি মহসিন মিয়া মধু।

তারই ধারাবাহিকতায় রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সকল পর্যায়ের পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র তুলে দেন মহসিন মিয়া মধু। শহরের ভানুগাছ রোডস্থ কার মাইক্রোবাস স্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক নারী সদস্য বিএনপি নেত্রী হেলেনা চৌধুরী, পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মীর এমএ সালাম, বিএনপি নেতা ফারুক মিয়া, পরিবহন শ্রমিক সংগঠন ১২২৩ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক মিসির আলি, পরিবহন শ্রমিক নেতা নুরু মিয়া, কিসলু মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তার আগে শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার সিন্দুরখান ও কালাপুর ইউনিয়নের পৃথক তিনটি স্থানে চা শ্রমিকসহ নিম্ন আয়ের ৫ হাজার নারী পুরুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন মহসিন মিয়া মধু। এনিয়ে গত এক সপ্তাহে চা বাগানসহ উপজেলার ২৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ পূর্বে মহসিন মিয়া মধু বলেন, তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে এ এলাকার চা বাগানের শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছেন। মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে শ্রীমঙ্গল শহরে 'বিনা লাভের বাজার' স্থাপন করা হয়েছে। এর থেকে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। তিনি বলেন, শীত মওসুমে  সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি কোন প্রকার দয়া নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার।

মেসেঞ্জার/মিল্লাদ/তুষার