ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে বিটিইএসএ’র ৬০তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৬:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে বিটিইএসএ’র ৬০তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ) এর ৬০তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা শিশু উদ্যান মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিটিইএসএ’র সিনিয়র সহ সভাপতি শেখ কাওছার মিয়া। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিটিইএসএ’র সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান (নাসিম)।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. সুরমান আলী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পুলক রঞ্জন ধর, সাকি রিজওয়ানা প্রমুখ।

সভা শেষে টি স্টাফদের ছেলেমেয়েদের মধ্যে ২০২৩ সালের জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

মেসেঞ্জার/তুষার