ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও মানবপাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২২, ২৯ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও মানবপাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারে আন্ত:সম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার বাস্তবায়নে রবিবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ওয়াদা প্রজেক্ট ম্যানেজার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের ডেপুটি কালেক্টরেট তারেক রহমান, উন্নয়ন সংস্থা ওয়াদার চেয়ারম্যান এ্যান্ড সিইও নিলুফা আক্তার ইতি, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার সাইদুর রহমান, জেলা প্রাণীসম্পদ অফিসের উপ-পরিচালক সাহেব আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মনির হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সানজিদা হক প্রমুখ।

এছাড়া কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন, উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি তানভীর শরীফ, নুশরাত ইসলাম তারিন ও বিসিসিপি প্রতিনিধি জুনাইদুল ইসলাম। দিনব্যাপী এ কর্মশালায় কৃষক ও মৎস্যজীবি পরিবারের সদস্য যারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ ওই সব পরিবারের মাঝে মানবপাচারের ব্যাপকতা কমিয়ে আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মেসেঞ্জার/রিফাত/তুষার