ছবি : মেসেঞ্জার
বাংলাদেশে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব কিন্তু উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার গোপালপুর আনন্দ মেলা উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রিতা আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার বিগত দিনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। কিন্তু বিএনপিকে জনগণের মন থেকে দূরে সরাতে পারেনি। যার প্রমাণ আজকের সভায় মানুষের ঢল।
আফরোজা খান রিতা আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের দোহাই দিয়ে দুর্নীতি করেছে। ১৬ বছরে আপনাদের অতি গুরুত্বপূর্ন এই গোপালপুর ধলেশ্বরী নদীতে ব্রিজ করে নাই। আমার মরহুম পিতা হারুণ-অর রশিদ খান (মুন্নু) গোপালপুর উচ্চ বিদ্যালয় উদ্বোধন করার অপরাধে বিদ্যালয়ে কোন বরাদ্দ দেয়নি।
তিনি আরও বলেন, আমরা এখনও পরিপূর্ণ স্বাধীনতা পাই নাই। তার জন্য আমাদের নির্বাচিত সরকার লাগবে। আর আপনারা ধানের শীষে আগামীতে ভোট দিয়ে আমাদের পাশে থাকবেন। ভোটের মাধ্যমে জনগণের সরকার আশলেই সকল সমস্যার সমাধান করতে পারবো। শহিদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার কাঠামু অনুসরণ করেই দেশে সব উন্নয়ন সম্ভব হয়েছে।
রিতা আরও বলেন, শহিদ জিয়ার মতো তারই সযোগ্য পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারই প্রতিচ্ছবি। বাবার হাত ধরেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তারেক রহমান দেশের কথা, আপনাদের কথা এবং অর্থনীতির চিন্তা করে ৩১ দফা দিয়েছেন। যার মধ্যে সব কিছু তিনি তুলে ধরেছেন। প্রত্যেকটি দফার মধ্যে সাধারণ মানুষের কথা তিনি বলে গেছেন। তাছাড়া তিনি বিগত সময়ে বিভিন্ন আন্দোলনের সময় তৃণমূলের সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মোবাইলে কথা বলেছেন।
এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে তারেক রহমানের কর্মী হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/বাদল/তুষার