ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৪

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তিন মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

ছবি : মেসেঞ্জার

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলো- ছনকান্দা এলাকার রাজা মিয়ার ছেলে রুশমান (১৫), এজাজ মিয়ার ছেলে রাহী (১৫) এবং ঢাকার ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে রুশমান, তার চাচাতো ভাই রাহী, ফুফাতো ভাই আফিফ আহমেদসহ আট জন চাচাতো-মামাতো-ফুফাতো ভাইবোন জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় গোসল করার সময় রুশমান, রাহী, এবং আফিফ আহমেদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পর্যায়েক্রমে নিখোঁজ রুশমান, রাহী ও আফিফের মরদেহ উদ্ধার করে। নিহত রুশমান ও রাহী জামালপুর জিলা স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থী তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের ফুফাতো ভাই ঢাকার রেপারেটরী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আফিফ আহমেদ জামালপুরের ছনকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।

তিন কিশোরের একসাথে এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল পানিতে নেমে পরপর তিনটি লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহিদ পিংকি জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হলো এবং ভবিষ্যতে যাতে এমন মৃত্যুর ঘটনা না ঘটে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

মেসেঞ্জার/উজ্জ্বল/তুষার