ঢাকা,  বুধবার
০১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ক্ষমতায় গেলে জনগণের সেবক হয়ে কাজ করবো : রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ২৯ ডিসেম্বর ২০২৪

ক্ষমতায় গেলে জনগণের সেবক হয়ে কাজ করবো : রফিকুল ইসলাম

ছবি : মেসেঞ্জার

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেয় তা হলে জনগণের সেবহ হয়ে কাজ করবো। যারা অতীতে মালিক হয়েছেন তাদের পরিণতি চোখের সামনে দেখতে পেয়েছি। এ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

জামায়েত নেতা আরও বলেন, স্বৈরাচারী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাচার করা টাকা শুধু আনলে চলবে না, দুর্নীতিবাজদেরও নিয়ে আসতে হবে। তাদের এনে এই বাংলা মাটিতে বিচার করা হবো।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা পৌর মার্কেটের সামনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে আমরা স্বৈরাচারী সরকারের মতো দুর্নীতি করব না, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জামায়াতে ইসলামীতে একজনও দুর্নীতিবাজ নেতাকর্মী নাই, জামায়াতে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নাই আর হবেও না।

জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমির মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জামায়াতের সিরাজগঞ্জ জেলার আমির মাওলানা শাহিনুর আলম, কাজিপুর উপজেলার নায়েবে আমির শাহির ইসলাম প্রমুখ। এসময় জামায়াতে ইসলামীর কাজিপুর উপজেলা শাখার ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/রাসেল/তুষার