ঢাকা,  বুধবার
০১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখ আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৪

ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখ আটক

ছবি : মেসেঞ্জার

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুল কাদের সেখকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

২৯ ডিসেম্বর রবিবার ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জামালপুর শহরের ভাড়া বাসা থেকে তাঁকে আটক করে। তার বিরুদ্ধে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, অন্তর্ববর্তীকালীন সরকার পতনের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সোচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এনিয়ে ওইদিন রাতে জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ এজাহার নামনীয় আসামি আব্দুল কাদের সেখসহ ১২৮ জনের নামে উল্লেখ করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এছাড়া ২২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরস্থ ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের সেখকে আটক করা হয়েছে। আজ তাঁকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১২ কাউন্সিলর। গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে।

মেসেঞ্জার/হালিম/তুষার