ঢাকা,  বুধবার
০১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপন মারমা, (রাঙামাটি) কাপ্তাই 

প্রকাশিত: ২১:০১, ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:০২, ২৯ ডিসেম্বর ২০২৪

কাপ্তাইয়ে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে ইআরটি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ (ডিসেম্বর) বিকালে বন বিভাগের 'বনফুল' হল রুমে এই সভার আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগ রাঙামাটির সহকারী বন সংরক্ষক মাসুম আলম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ের বনাঞ্চলে হাতির খাবার সংকটের কারণে হাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে।  আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং হাতির বসবাসের স্থান যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম ম‌হি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মহুরী। এ মতবিনিময় সভায় কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষণ আবু কাউসার, কর্ণফুলী রেঞ্জের সদর বিট অফিসার মো. মনিরুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছি‌লেন। উক্ত বিনিময় সভায় ৪০ জন ইআরটি সদস্য অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/তুষার