ঢাকা,  বুধবার
০১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

হাতিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ২৯ ডিসেম্বর ২০২৪

হাতিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

নোয়াখালী হাতিয়ায় ২৪-২৫ অর্থ বছরে ম্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসপি) আওতায় বরই প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামে এই দিবস পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ। বক্তব্য রাখে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুবাস চন্দ্র পাল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, হাতিয়া প্রেসক্লাবের আহবায়ক জিএম ইব্রাহিম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রহমত উল্যা, কৃষক মো. শরিফ মিয়া, কৃষক মো. খানসাবসহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন হাতিয়ার চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কৃষক। মাঠ দিবসের আলোচনা সভায় কৃষকরা মাঠ পর্যায়ে বল সুন্দরী বরই চাষে সফলতা নিয়ে আলোচনা করনে। হাতিয়াতে বল সুন্দী বরই চাষের ১০টি প্রদশর্নী রয়েছে। এতে কৃষক স্বল্প পুঁজিতে অধিক লাভবান হচ্ছে বলে জানান তারা।

মেসেঞ্জার/রাসেল/তুষার