ঢাকা,  বুধবার
০১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ভোটের আগে প্রবাসীদের ভোটার তালিকা নিশ্চিত করতে হবে : ড. শফিকুর রহমান

রিপন ইসলাম শেখ, নীলফামারী

প্রকাশিত: ২১:৪৫, ২৯ ডিসেম্বর ২০২৪

ভোটের আগে প্রবাসীদের ভোটার তালিকা নিশ্চিত করতে হবে : ড. শফিকুর রহমান

ছবি : মেসেঞ্জার

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বলেছেন ১৭ বছর বয়সীরা তাদের ভোটার অধিকার প্রদান করতে পারবে। আমরাও একমত যারা এই ফ্যাসিসকে উখ্যাত করলো তাদের ভোট অধিকার দেওয়া হোক। সেই সাথে ভোটের আগেই প্রবাসীসহ সকলের ভোটার তালিকা হালনাগাদ করতে হবে।

২৯ ডিসেম্বর (রোববার) রাত ৮টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও শহর শাখার আয়োজনে আয়োজিত পথসভা মাওলানা আব্দুল মুনতাকিম এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, পাঁচ তারিখের পর ইসলামী ব্যাংক একদল ডাকাতের বেশে ইসলামী ব্যাংক দখল করতে এসেছিল। কিন্তু দেশ প্রেমিক কর্মকর্তারা তাদের জীবনের বিনিময় ব্যাংক রক্ষা করেছে। অনেকে ভাবছে ব্যাংকে দখল করা হয়েছে। কিন্তু ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। অবৈজ্ঞানিক ভাবে সার আর কিটনাশক ব্যবহার করে জমির নব্যতা নষ্ট করে দিয়েছে। জমিকে সঠিক ব্যবহার করতে হবে। এক শ্রেনীর মানুষ খাল ও নালা গুলো দখল করে নিয়েছে। ফলে নদী তার নব্যতা হারিয়ে ফেলেছে। নদী, খাল-বিল শুকিয়ে একেবারে মরুভ‚মিতে রূপান্তর হয়ে গেছে। যতগুলো খাল, নালা বা নদী বেদখল দখলে আছে তা দখল মুক্ত এবং জীবন ফিরেয়ে দিতে হবে। প্রাকৃতিকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে ঠিক সেইভাবে চলতে দিতে হবে। তাহলে রহমত আসবে। একজন ব্যবসায়ী, ব্যবসা করবে তাকে ১৪ জায়গায় চাঁদাবাজকে চাঁদা দিতে হবে না।

তিনি আরও বলেন, সরকারের কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় নিয়োজিত করা হয়েছে প্রত্যেকে মনে করতে হবে কৃষকরা আমাদের অর্থ জোগায়। তাদের আর কোনো ঘুষের জন্য হাত বাড়াতে হবেনা। এখন আপনার মনে করতে পারেন তাহলে যাদের বেতন কম তাদের সংসার কেমনে চলবে। সকল পেশার মানুষের বেতনের বৈষ্যম দূর করা হবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই যে জন্ম নেওয়া সে ধনী কিংবা গরিব সন্তান এটি বড় কথা নয়!, তার জন্মের সাথে সাথে তিনটা জিনিস দায়িত্বমূলক ভাবে নিতে হবে। একটা হচ্ছে তার সু চিকিৎসা, দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা, তৃতীয়টি হচ্ছে মানসিক বিকাশের সাথে সাথে উপযুক্ত পরিবেশ।

পথসভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল হালিম, জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য নীলফামারী ২ আসনে সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ সালেহী। এসময় উপস্তিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, মনিরুজ্জামান জুয়েল ও ছাদের হোসেন প্রমূখ।

মেসেঞ্জার/তুষার