ঢাকা,  বুধবার
০১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অবৈধ ভারতীয় সুতাসহ কভ্যার্ড ভ্যান জব্দ, অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ২৯ ডিসেম্বর ২০২৪

অবৈধ ভারতীয় সুতাসহ কভ্যার্ড ভ্যান জব্দ, অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা অবৈধ ভারতীয় সুতার ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে ওয়াদুদের বিরুদ্ধে। তিনি সরকারী শুল্কমুক্ত সুতা এনে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের তাঁত শিল্প কারখানায় বাজারজাত করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিত্বে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অবৈধ ভারতী সুতাসহ একটি কাভার্ড ভ্যান আটক করে সাংবাদিকসহ স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে অর্থ দেলদেনের মাধ্যমে বিষয়টি ধামা-চাপা দেওয়ার অভিযোগ উঠে সুতা ব্যবসায়ী ওয়াদুতের বিরুদ্দে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল ওয়াদুত। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার সারটিয়া কবরস্থান এলাকায় কাভার্ড ভ্যানসহ সুতা আটক করে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুতার মালিক ওয়াদুত ট্রাক ও সুতা কৌশলে সরিয়ে ফেলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ট্রাকসহ অবৈধ ভারতীয় সুতা আটকের পরে সুতা ব্যবসায়ী ওয়াদুত মোটা অংকের অর্থের বিনিময়ে ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে সুতা ব্যবসায়ী ওয়াদুদ বলেন, সুতা ভর্তি একটি কাভার্ড ভ্যান সাংবাদিক ও স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও সুতা থানায় নিয়ে গেছেন।

সুতা ব্যবসায়ী ওয়াদুতের ছেলে বলেন, সুতা আটকের পরে আমরা ঘটনাস্থলে এসে সুতা ও ট্রাক ছাড়িয়ে নিয়ে যায়। ট্রাকের ভিতরে কিছু সুতা অবৈধ ছিলো বলে তিনি স্বীকার করেছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র দাস বলেন, অবৈধ সুতা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে সুতা ও ট্রাক পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সাংবাদিক ও স্থানীয়রা ভাতীয় অবৈধ সুতা আটকের বিষয়টি অবগত করে। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছানো আগেই সুতা ব্যবসায়ী কৌশলে ট্রাক ও সুতা সরিয়ে ফেলেন। কি পরিমাণ সুতা ও কত টাকার মালামাল ছিলো এটা আমাদের জানা নেই বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি ক্যাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। স্থানীয়রা গাড়ি আটকালে চোরাচালানকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাত ৯ টার দিকে সুতাসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কাটুন সুতা উদ্ধার করা হয়েছে।

মেসেঞ্জার/রাসেল/তুষার