ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে, এখন দরকার জাতীয় ঐক্য : ডা. শফিকুর রহমান

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ৩০ ডিসেম্বর ২০২৪

দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে, এখন দরকার জাতীয় ঐক্য : ডা. শফিকুর রহমান

সোমবার দিনাজপুরের বীরগঞ্জে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান - টিডিএম। 

একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে দুইভাগে বিভক্ত করতে চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার বুকে এমন কোন জাতি নাই যারা বিভক্ত হয়ে সম্মান এবং মর্যাদা লাভ করতে পেরেছে। উন্নতির শিখরে পৌছাতে পেরেছে। এই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে, আমরা এই বিভক্তির কবর রচনা করতে চাই। আমাদের এখন দরকার জাতীয় ঐক্য। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র ১৮ কোটি মানুষের ৩৬ কোটি শক্ত হাতে রুখে দিবে। আমাদের এই দেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশের তাহলে কেন এমন হলো। এর কারণ হচ্ছে যারা এর আগে দেশ পরিচালনা করেছে তাদের কারণে। তারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, এদেশের মানুষের সম্পদ বাইরের দেশে পাঠিয়েছেন। বিগত ১৫ বছরে ২৬ লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আগে তারা টাকা পাঠিয়ে দিয়েছেন পরে তারা নিজেরাও পালিয়েছেন। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক এক করে শীর্ষ ১১ জন নেতাকে বিগত সরকার খুন করেছে। বিচারিক আদালতের নামে হত্যা করেছে। তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি।

জামাতের আমির বলেন, ৫ আগস্টের পরে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারেন। আগে মানুষ আতঙ্কের সংস্কৃতির মধ্যে ছিল। ৫ আগস্টের পরে শুধু জামায়াতে ইসলামের নয় পুরো বাংলাদেশের মানুষের মুক্তির সাথে স্বাধীনতা অর্জন হয়েছে।

জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জেলার সেক্রেটারি জেনারেল ড. মুহাদ্দিস এনামুল হক, বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/কুরবান/তুষার