ছবি : মেসেঞ্জার
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে বিদ্যালয় কেন্দ্রিক ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় পৌর শহরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা, পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রমের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এছাড়া স্কুল প্রাঙ্গনে তিনি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল, প্রধান শিক্ষক ছামিনুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, বিশিষ্ট ক্রীড়াবিদ তৌহিদুল ইসলাম তাইজুল, ছাত্র সমন্বয়ক শেথ জাবের আল শিহাব, ফয়সাল কবির প্রমুখ।
মেসেঞ্জার/পবিত্র/তুষার