ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাতিয়া শাখার আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার চরইশ্বর ইউনিয়নের আফাজিয়া বাজার সংলগ্ন আলাউদ্দিন খিলজীর বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ফৌজিয়া সাফদার সোহেলী। সভাপতিত্ব করেন, স্বেচ্ছাসেবক দলের হাতিয়া শাখার আহবায়ক নজরুল ইসলাম আদনান। সঞ্চালনায় ছিলেন, স্বেচ্ছাসেবক দলের হাতিয়া শাখার সদস্য সচিব সুমন তালুকদার।
আয়োজকরা জানান, হাতিয়া দ্বীপের বেড়ীর পাশে অনেক অসহায় শীতার্ত মানুষ বসবাস করে। তাদেরকে এ শীতে উষ্ণতার পরশ দিতে আমাদের আজকের এ আয়োজন। আমরা চাই রাজনৈতিক দলের পাশাপাশি সামািজক স্বেচ্ছাসেবী সংগঠন গুলো শীতার্তদের পাশে দাড়াবে।
মেসেঞ্জার/রাসেল/তুষার