ছবি : মেসেঞ্জার
মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল ইসলাম, সাবেক কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা শেখ মো. রেজাউল করিম, সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশন প্রতিনিধি মো. মহিবুর রহমান, উপজেলা সমন্বয়কারী গ্রাম্য আদালত মো. রাসেল, সাবেক পৌর কাউন্সিলর মো. আওলাদ হোসেন, সিংগাইর প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাফসান রেজা, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, সিংগাইর প্রেসক্লাবের আহবায়ক মো. সিরাজুল ইসলামসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
মাসিক এ আইনশৃঙ্খলা সভায় কিশোর গ্যাং প্রতিরোধ, হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল নিয়ন্ত্রণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এনড্রোয়েড মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রেণ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ করা, স্থানীয়ভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গ্রাম পুলিশের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মেসেঞ্জার/বাদল/তুষার