ছবি : সংগৃহীত
চলন্ত কমিউটার ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন (২০) নামে এক সহকারী টিকিট সুপারভাইজারের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বরগুনা জেলার আমতলী উপজেলার টেপোবা গ্রামের আনোয়ার হোসেনের ছেলেনিহত ইমরান হোসেন ওই ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ছিলেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই দরজার কাছে থাকা ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ইমরান পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এমতাবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
মেসেঞ্জার/নজরুল/তুষার