ঢাকা,  বৃহস্পতিবার
০২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

টেকনাফ পাহাড় থেকে রোহিঙ্গাসহ ১৭ জনকে অপহরণ

জাকারিয়া আলফাজ, টেকনাফ

প্রকাশিত: ১৮:২১, ৩০ ডিসেম্বর ২০২৪

টেকনাফ পাহাড় থেকে রোহিঙ্গাসহ ১৭ জনকে অপহরণ

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে রোহিঙ্গাসহ ১৭ জনকে অপহরণ করেছে পাহাড়ের ডাকাতরা। আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অপহৃতররা বনবিভাগের শ্রমিক হিসেবে পাহাড়ে চারা রোপণ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।

কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম কালেরকণ্ঠকে বলেন, ২১ জন শ্রমিক বনবিভাগের চারা রোপণের কাজে নিয়োজিত ছিল। তাদের মধ্যে ১৭ জন সোমবার সকালে একটি দুষ্কৃতকারী দল ধরে পাহাড়ের গহীনে নিয়ে যায়। তাদের উদ্ধারে পুলিশ ও এপিবিএন পাহাড়ে অভিযান পরিচালনা করছে।

তিনি আরো বলেন, অপহৃত শ্রমিকদের অনেকে তাদের পরিবারের কাছে ফোন করে টাকা পয়সা প্রস্তুত রাখতে বলেছেন, এমন তথ্য তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখছি অপহৃত শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, সরকারি কাজে পাহাড়ে কাজে যাওয়া শ্রমিকসহ ১৭ জনকে অপহরণের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

মেসেঞ্জার/তুষার