ঢাকা,  বৃহস্পতিবার
০২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

স্বরাষ্ট্র উপেদেষ্টার টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৪

স্বরাষ্ট্র উপেদেষ্টার টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি নাফনদের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকাল দুইটায় তিনি দমদমিয়া বিআইডাব্লিউটিএ জেটিতে প্রেস ব্রিফিং করেন।

বর্তমান পরিস্থিতিতে সীমান্তবাসীর জানমালের নিরাপত্তায় বিজিবি ও অন্যান্য বাহিনী প্রস্তুত রয়েছে। সীমান্তে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া সীমান্ত এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। সীমান্তে প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। নাফনদে বিজিবি ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতকারী দালাল চক্রের মাধ্যমে সীমান্তে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে। সম্প্রতি মিয়ানমার পরিস্থিতিতে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা ঢুকেছে। তারা এখনো অনিবন্ধিত হলেও মানবিক সব সুযোগ সুবিধা তাদের দেয়া হচ্ছে।

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সীমান্তের বিপরীতে মিয়ানমারের ৭১ কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। তবে দেশটা কিন্তু মিয়ানমারের। তাই আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে।

মেসেঞ্জার/তুষার