ঢাকা,  বৃহস্পতিবার
০২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

তেঁতুলিয়ায় বিনামূল্যে ধানের বীজ পাচ্ছেন এক হাজার কৃষক

পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশিত: ২১:১৫, ৩০ ডিসেম্বর ২০২৪

তেঁতুলিয়ায় বিনামূল্যে ধানের বীজ পাচ্ছেন এক হাজার কৃষক

ছবি : মেসেঞ্জার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ফেরদৌস ধানের বীজ বিতরণ করেন।

কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোতালেব হোসেন জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার কেজি বীজ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামানা ফেরদৌস বলেন, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার এক হাজার কৃষকদের দুই কেজি করে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হচ্ছে। আমরা এর আগে গত ৩ ডিসেম্বর উপজেলার ৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার গমের বীজ ও সার বিতরণ করেছি। এছাড়াও সরিষা বীজ পাচ্ছেন ৫শ জন, ভুট্টা ৩০০ জন, চীনা বাদাম ও শীতকালিন পেয়াজসহ অন্যান্য বীজ পাচ্ছেন ৬০০ জন কৃষক। কৃষকরা যাতে এসব বীজ রোপন করে ফসল উৎপাদন করে এটাই সরকারের চাওয়া। আমরা চাষিদের ফসল উৎপাদনে সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় পরামর্শসহ বিনামূল্যে সার ও বীজ বিতরণ, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।

মেসেঞ্জার/দোয়েল/তুষার