ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বামনী ইউনিয়নের আলোচিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গিট্টু জহিরের বিরুদ্ধে স্থানীয়রা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বামনী ইউনিয়নের ভূইয়ার হাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জহির বামনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফিজ বাড়ির রফিক মহরি ছেলে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, জহির দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ মানুষদের হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা এবং হুমকির শিকার হতে হয়।
বক্তারা আরও জানান, প্রশাসনের নাকের ডগায় জহিরের এসব কর্মকাণ্ড চললেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় নেতা সুমন ভূঁইয়া বলেন, "আমরা চাই জহিরের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হোক এবং প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিক।" এ সময় মানববন্ধনকারীরা স্লোগান দিয়ে জহিরের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভুইয়া বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
মেসেঞ্জার/সুমন/তুষার