ছবি : মেসেঞ্জার
হাটহাজারী পৌরসভার আওতাধীন মিঠাছড়া খাল পুনঃখনন ও প্রয়োজনীয় সংস্কার এবং হাটহাজারী বাজারের যানজট নিরসনকল্পে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে বাস স্টেশনস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, হাটহাজারীর ঐতিহ্যবাহী মিঠাছড়া খালটি বিগত ১৯৭৯ ইং সনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খনন প্রক্রিয়া চালু করে উদ্বোধন করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত স্বৈরাচার সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিটা প্রকল্প নিশ্চিহ্ন করার মিশনের ধারাবাহিকতায় ওই মিঠাছড়া খালটিও বাদ যায়নি। দীর্ঘদিন অযত্ন-অবহেলা ও খনন না করার ফলে খালটি ভরাট হয়ে ভূমিদস্যুদের দখলে চলে যায়। ফলে হাজার হাজার কৃষকের চাষাবাদ ব্যহত হয় এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে উক্ত খালটি পুনঃখনন করে প্রয়োজনীয় সংস্কার করলে হাজার হাজার কৃষক চাষাবাদ করে উপকৃত হবে এবং বর্ষাকালে জলাবদ্ধতা হ্রাস পাবে।
অপরদিকে, সংবাদ সম্মেলনে হাটহাজারীর যানজট নিরশনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়।
এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলরসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, মহিলাদল ও কৃষকদলের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/তুষার