ঢাকা,  শুক্রবার
০৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতির ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতির ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পরিবহন মালিক- শ্রমিকরা। এসময় তারা বলেন, আগামী ৩ দিনের মধ্যে আসামীদের গ্রেপ্তারের প্রশাসন ব্যর্থ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন বন্ধ করা হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খন্দকার রাশেদুল ইসলাম, সহসভাপতি আনিসুর রহমান, মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ, শ্রমিক সংগঠন আব্দুল মান্নান মানা, নাজমুল হক তারা, সিদ্দিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মসজিদ থেকে নামায পড়ে বের হবার সময় ৫/৬ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকীও ওপর হামলা করে। তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউল করিম সজল নামের এক লোক আহত হয়। পুলিশ এ ঘটনায় রিপন ও সজল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মেসেঞ্জার/নাজিম/তুষার

আরো পড়ুন