ছবি : মেসেঞ্জার
কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটী এলাকায় নিখোঁজের ৮ ঘন্টা পর প্রতিবেশীর ঘরের ওয়্যারড্রব থেকে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশু সাহাল পঞ্চবটি এলাকার প্রবাসী বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় ভাড়াটিয়া প্রতিবেশী হাছানকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন জানান, গতকাল সোমবার বিকালে শিশু সাহাল নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে, রাত দেড়টার দিকে পুলিশ প্রতিবেশী হাছানের ঘরে তল্লাশী চালিয়ে কাপড় রাখার ওয়্যারড্রবের ভিতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের গলায় একটি সাদা রশি পেঁচানো ছিলো।
ওসি আরও জানান, শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কি কারণে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তা জানতে আটকৃত প্রতিবেশী হাছানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তেন জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ শাহীন।
মেসেঞ্জার/তুষার