ঢাকা,  বুধবার
০৮ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

রায়পুরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৮, ৩১ ডিসেম্বর ২০২৪

রায়পুরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে ১০নং রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে নিম্ন আয়ের প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। ১০ নং রায়পুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ইব্রাহিম খলিলের সহযোগিতা কম্বল বিতরণ করা হয়।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র  সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া,  সিনিয়র যুগ্ন আহবায়ক  সালেহ আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, বিএনপি নেতা ভিপি নজরুল ইসলাম লিটনসহ বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, "আমাদের এ কার্যক্রম মানবিক সহায়তার অংশ। দেশের যে কোনো সংকটে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।"

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

মেসেঞ্জার/সুমন/তুষার