ছবি : মেসেঞ্জার
যশোরের ঝিকরগাছায় আদালতের নিশেধাজ্ঞা (১৪৪ ধারা) ভঙ্গ করে জমি দখল, বাড়িঘর ভাংচুরসহ বাশের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার অমৃতবাজার গ্রামে। ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী অমৃতবাজার গ্রামের মৃত. কওছার আলীর ছেলে। অভিযোগসূত্রে জানা গেছে, ৪১নং মাগুরা মৌজার আরএস ৪৬৯ নং খতিয়ানের, আরএস ৯৯৬ নাম্বার দাগে পৈত্রিকসূত্রে ৫শতক জমিতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করে আসছেন আবুল কাশেম। সম্প্রতি প্রতিবেশি মৃত. হজরত আলীর ছেলে তাহাজ্জত হোসেন, মসলেম আলী, আব্দুল মান্নান, মৃত. জামশেদ আলীর ছেলে ইমামুল হক, ইউনুস আলীর ছেলে রকি হোসেন গং ঘরবাড়িসহ উক্ত জমি জোরপূর্বক দখলে নেয়। এছাড়া পাকা ঘরের সামনের অংশ বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়ে বেশ কয়েকটি কলাগাছ লাগিয়ে দিয়েছে। বেড়া উঠালে খুন জখমেরও হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে আবুল কাশেমের পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তার স্ত্রী রাজিয়া বেগম ও ছেলে আব্দুর রহিম জানিয়েছেন। জানতে চাইলে, অভিযুক্ত তাহাজ্জত আলী বলেন, উক্ত জমি তাদের পৈত্রিক। ভুলক্রমে আবুল কাশেমের নামে রেকর্ড হয়েছিল। ইতিমধ্যে তারা ৩শতক জমি রেকর্ড সংশোধন করে নিয়েছেন। তারা সেই জমি দখল করে নিয়েছে। ভুক্তভোগী আবুল কাশেম বলেন, তার পিতা অন্তত ৫০বছর ধরে এখানে বসবাস করেছেন। পিতার মৃত্যুর পর তিনি পরিবারসহ বসবাস করছেন। এছাড়া উক্ত জমিতে আদালতের নিশেধাজ্ঞা রয়েছে। বিবাদিরা আদালতের নিশেধাজ্ঞা ভঙ্গ করে তার বাড়িঘর ভাংচুরসহ দখলে নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বিষয়টি তদন্তপূর্বক দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
মেসেঞ্জার/তুষার