ছবি : মেসেঞ্জার
মোংলায় জমি লীজ (ইজারা) নিয়ে মাছ চাষ করে হামলার শিকার হয়েছেন এক ভুক্তভোগী। গত ১১ ডিসেম্বর দিনেদুপুরে মোংলা উপজেলার মাকোরঢোনের পাকখালী গ্রামে এই হামালার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা ওই ব্যক্তির মাছের ঘেরের সব মাছ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে বাবুল শেখসহ কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় হামলার শিকার তাহাবুর মল্লিক নামের ওই ভুক্তভোগী।
মোংলা থানায় দেওয়া সেই অভিযোগে ভূক্তভোগী তাহাবুর মল্লিক উল্লেখ করেন, তিনি মোংলা উপজেলার মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার নিভেন্দ্র নাথ ঢালীর কাছ থেকে এক বছরের জন্য জমি লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু গত ১১ ডিসেম্বর মাকোরঢোন প্রামের পাকখালী এলাকার মো. বাবুল শেখের নেতৃত্বে ১০/১২ জন তার ওপর হামলা চালিয়ে দিনে-দুপুরে তার মাছের ঘেরের পানি সরিয়ে সব মাছ লুটপাট করে নিয়ে যায়। পরে তিনি এ বিষয়ে বাবুল শেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় সে।
এবিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, জমিজমা বা মাছের ঘের সংক্রান্ত বিষয় দেওয়ানি আদালতের বিষয়। তবে যদি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত বাবুল শেখ দাবি করেন, তাহাবুর যে জমিতে মাছ চাষ করছিল সেই জমি তার। সে অবৈধভাবে এতোদিন তার জমিতে মাছ চাষ করছিল। তবে তার ওপর কোন হামলা বা মাছ লুটের ঘটনা ঘটেনি।
তবে ওই জমির প্রকৃত মালিক নিভেন্দ্র নাথ ঢালী বলেন, আমার জমি আমি তাহাবুর মল্লিককে এক বছরের জন্য লীজ দিয়েছি। সে এ জমিতে মাছও চাষ করছিল। কিন্তু গত ১১ ডিসেম্বর বাবুল শেখ নামে এক ব্যক্তি দলবল নিয়ে এসে মাছ ধরে নিয়ে যায়।
মেসেঞ্জার/হাসান/তুষার